নানা প্রতিবন্ধকতার পর ফের চালু হচ্ছে সুরমার ডাক ২৪ ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪১:৫৪,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২২ | সংবাদটি ৩২৪ বার পঠিত
স্টাফ রিপোর্ট :
অবশেষে সকল বাঁধা পেরিয়ে আবারো চালু হলো পাঠকদের আস্তা আর বিশ্বাসের নিউজ পোর্টাল সুরমার ডাক ২৪ ডট কম।
মামলা-হামলা’সহ নানা জটিলার কারনে বন্ধ থাকা সেই সুরমার ডাকটি আবারো বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছে।
সিলেটের সিনিয়র সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ’র সম্পাদনায় সেই নিউজ পোর্টাল টি আবারো সাদা’কে সাদা আর কালো’কে কালো বলার অঙ্গিকার নিয়ে ফের চালু হচ্ছে।
তাই বিগত দিনের মতো আগামীতেও সকলের সহযোগীতা ও সমর্থন প্রত্যাশা করছি।