কারাগার থেকে ঈদের শুভেচ্ছা খালেদা জিয়ার
প্রকাশিত হয়েছে : ৫:৩১:৩৯,অপরাহ্ন ১৫ জুন ২০১৮ | সংবাদটি ৮২ বার পঠিত
নিউজ ডেস্ক:: কারাগার থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রুহুল কবির রিজভী জানান, যারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, তাদের মাধ্যমে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সনের ৫ বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।