লন্ডনের টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমানের ঈদ শুভেচ্ছা
Md Nurul Muttakin :: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ঈদুল আযহা উপলক্ষে বরার মুসলিম কমিউনিটি সহ সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা হচ্ছে আত্মত্যাগের সুমহান চেতনায় ভাস্বর। প্রতি বছর পবিত্র হজ্বের সমাপনীতে ঈদুল আযহা আমাদেরকে ত্যাগের চেতনায় শানিত করে। ধর্মীয় উৎসবের মূল চেতনাই হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতিমত সমাজ বিনির্মাণ এবং হিংসা, বিদ্বেষ, কুটিলতা বিসর্জন দিয়ে নিজেকে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয়ে বলীয়ান হওয়া।”
“ঈদের সুমহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য জনপদ ‘এক টাওয়ার হ্যামলেটস্’ গড়ার সামগ্রিক প্রচেষ্ঠায় সামিল হতে” নির্বাহী মেয়র লুৎফুর রহমান বারার প্রতিটি বাসিন্দার প্রতি আহ্বান জানান।
তিনি সর্বাবস্থায় ধর্মীয় ভাব গাম্ভির্য্য বজায় রেখে ঈদ উৎসব উদযাপনে সবাই দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।