নগরসীর মেয়র আরিফের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৮:২১:০৪,অপরাহ্ন ১৫ জুন ২০১৮ | সংবাদটি ১৫২ বার পঠিত
ডেস্ক রিপোর্ট:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
মেয়র বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি নগরবাসীকে জানাই ঈদ মোবারক।’
সিসিক মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে মেয়র আরিফুল চৌধুরী বলেন, ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরীর নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’