মৌলভীবাজারে যুবকের ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪:০৪:৪৮,অপরাহ্ন ১৮ জুন ২০১৮ | সংবাদটি ১৬৪ বার পঠিত
মৌলভীবাজার সংবাদদাতা:: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সুবান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুন) সকালে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। সুবান মিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৭ জুন) বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার বাতেন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।