ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা : ১ জন নিহত, আহত ১
ওসমানীনগর সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও এক অজ্ঞাত যুবক আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি হয়।
একাধিক সূত্রে জানা যায়, ঢাকার গাজীপুর থেকে ১০/১২টি মোটরসাইকেল যোগে একদল পর্যটক সিলেট শহরের দিকে যেতে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলারকুরুয়া নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ((ঢাকা মেট্রো ন-১১-০০৯৮) সাথে পর্যটকবাহী একটি মোটরসাইকেলের((ঢাকা ল ২৪-০১০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা এক মহিলা যাত্রী ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবক (৩০) গুরুতর আহত হন। নিহত মহিলার নাম রিজিয়া বেগম (২৭)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আব্দুর রহমানের কন্যা।
ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মোটরসাইকেল আরোহীর নাম-ঠিকানা জানা যায়নি।