আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৪:২৩:১৩,অপরাহ্ন ১৮ জুন ২০১৮ | সংবাদটি ৮২ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল মঙ্গলবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।