নতুন পরিচয়ে আসছেন শ্রুতি হাসান
বিনোদন ডেস্ক:: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। গ্ল্যামার, নাচ আর সাবলীল অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দর্শক। বলিউডেও ঝলক লেগেছে তার রুপের। যখন যে ছবিতেই তার উপস্থিতি থাকে সেই ছবি নিয়ে দর্শকের থাকে বাড়তি আগ্রহ।
এবার অভিনেত্রী পরিচয়ের বাইরে নতুন পরিচয় হাজির হতে যাচ্ছেন এই লাস্যময়ী। প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। নির্মাণ বলতে পরিচালনায় নয়; তিনি আসছেন প্রযোজনায়। ‘দ্য মসকিটো ফিলোসফি’ নামের একটি তামিল ছবির প্রযোজক হতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।
শ্রুতি জানান, পরিচালনার পাশাপাশি জয়প্রকাশকে সিনেমাটিতে অভিনয়ও করতে দেখা যাবে। আর সিনেমাটি মৌলিক গল্পে নির্মিত হবে। এর মূলগল্প তৈরি হলেও চিত্রনাট্য ও সংলাপ এখনো তৈরি হয়নি।
এদিকে শ্রুতি হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন নাম ঠিক না হওয়া একটি হিন্দি সিনেমার অভিনয় নিয়ে। মহেশ মাঞ্জরেকার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল।