আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন কামরান, আসাদ ও সেলিম
ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। এর আগে বুধবার তারা দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ বখত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।
এদিকে, সিলেটসহ তিন সিটিকে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।