গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শেষে শাবিপ্রবি খুলছে রবিবার
শাবি সংবাদদাতা:: গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান, গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২০মে (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ এবং ২৭ মে (রবিবার) থেকে ২১ জুন(বৃহস্পতিবার) পর্যন্ত শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল।
শুক্র ও শনিবার (২২ ও ২৩ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৪ জুন (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
এদিকে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে শাবি শিক্ষার্থীরা আসতে শুরু করায় ক্যাম্পাস শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠেছে।