সিলেটে গাছের ডালে ঝুলেছিল যুবকের মরদেহ
সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিবলু আহমদ (২৫) নামে এক যুবকের মরদেহ গাছের ডালে ঝুলেছিল।
শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কদমতলী সুন্দরবন কমিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
পেশায় দিনমজুর নিহত শিবলু আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুরের ইকবাল আহমদের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর এলাকার বসবাস করতেন।
জানা গেছে, নব বিবাহিত ইকবাল সিসিক এলাকায় ড্রেনের কাজ করতেন ইকবাল। ঘটনার সময় সড়কের উপর গেইট বাধার জন্য গাছে উঠে ডাল কাটার চেষ্টা করেন। এমন সময় গাছের কাটা ডালটি বিদ্যুতে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহতের বাবা ইকবাল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শিবলু সিসিকের ড্রেন সংক্রারের কাজ করতো। সে ঠিকাদারের সঙ্গে কাজে এসেছে কিনা জানিনা। তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মারা গেছে। কে বা কারা তাকে কাজ করতে গাছে উঠিয়েছে তা তিনি বলতে পারেন না।
এদিকে, যুবক বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে স্থানীয় জনতা ঘটনাস্থলে ভীড় করেন। খবর পেয়ে নগরের দক্ষিণ সুরমা আলমপুর থেকে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গাছে থেকে মরদেহ নামিয়ে আনেন। পরে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, বিদ্যুতের লাইন সংলগ্ন গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক শ্রমিকের কাজ করতেন।