শ্রীলংকার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সার পদত্যাগ ব্যাপক বিক্ষোভের মুখে
মোঃ নূরুল মুত্তাকিনঃঃ শ্রীলংকার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সা পদত্যাগ করেছেন। গত মাস থেকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎবিভ্রাটের মধ্যে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই পদত্যাগের ঘটনা ঘটলো।
রাজধানী কলম্বোতে বিক্ষোভকারীদের সাথে মি. রাজাপাক্সার সমর্থকদের সহিংস সংঘর্ষের পর পুরো দেশজুড়ে কারফিউ জারি করা হয়।
এ সংঘর্ষে কমপক্ষে রাজধানীতে ৭৮ ব্যক্তি আহত হয় বলে স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে।
কলম্বোতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দফতরের সামনে সহিংসতার কারণে পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাবার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যমে এর আগে রিপোর্ট বের হয়েছিল যে তার ভাই দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেছেন।
মহিন্দা রাজাপাক্সা এই খবর প্রত্যাখ্যান করেছিলেন