আমিনুল ইসলামের রিন্যুয়াল প্রিমিয়াম এওয়ার্ড অর্জন
NURUL MUTTAKIN::: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২০২২ সালে সর্বোচ্চ নবায়ন প্রিমিয়াম সংগ্রহের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম তদুর্ধ্ব কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ Renewal Persistency Award-2022 প্রদান করা হয়।
আমিনুল ইসলাম চৌধুরী এর রিন্যুয়াল প্রিমিয়াম অর্জনে কৃতিত্ব! বাংলাদেশ এর সর্বাধুনিক তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ এনআরবি ইসলামিক লাইফ, সিলেট বিভাগের …সেলস এন্ড মার্কেটিং এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এম. আমিনুল ইসলাম চৌধুরী রিন্যুয়াল প্রিমিয়ামে কৃতিত্ব অর্জন করেছেন।এসইভিপি এর মধ্যে ৩য় স্থান অর্জন করেছেন।
এনআরবি ইসলামিক লাইফ ১১ জুলাই-২০২৩ তারিখ, সকাল ১০.৩০ মিনিট এর সময়ে,বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে Star of the 2nd Quarter -2023 অনুষ্ঠানে এই এওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রদান করেছেন,বোর্ড অব ডাইরেক্টরস এর মাননীয় চেয়ারম্যান,বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট কমিউনিটি মহান নেতা, জনাব জি এম কিবরিয়া মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান,বিশিষ্ট লেখক, ব্যাংকার ও অর্থনীতিবিদ,সমাজ সেবক, জনাব এম.মাহজুর রাহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এজেন্সি ডিরেক্টর ওভারসিজ, জনাব হোসনে আরা বেগম।
কোম্পানির এমডি এন্ড সিইও জনাব মোঃ শাহ জামাল হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলস এন্ড মার্কেটিংয়ের এসইভিপি গণ,ইভিপি গণ,এসভিপি গণ।এফ এ থেকে থেকে শুরু করে সকল স্থরেরে স্টার অব দ্যা কোয়াটার ডেলিগেট বৃন্ধ। প্রধান কার্যালয় এর সকল বিভাগীয় হেড ও উর্দ্বতন কর্মকর্তা বৃন্ধ এবং সাংবাদিক বৃন্ধ।
জনাব আমিন ১৯৯৮ সালে পার্টাইম জীবন বীমা শিল্পে কাজ শুরু করেন পড়ালেখার পাশাপাশি। এর পর দেশের প্রথম ইসলামী লাইফ ফারইষ্টের শুরুতে সিলেট অঞ্চলে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ নিয়ে এসভিপি পদে এবং ব্রাঞ্চ ইনচার্জ থেকে শুরু করে, জোনাল ইনচার্জ, সার্ভিস সেন্টার ইনচার্জ ও ডিভিশন ইনচার্জ এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্ব পালন কালীন সময়ে বার বার স্বর্নপদক অর্জন করেছিলেন।লাভ করেছিলেন, চেয়ারম্যান এওয়ার্ড, বিদেশ ভ্রমণ এওয়ার্ড এবং একাধিক বার ১ম,২য় ও ৩য় স্থান পুরস্কার। ২০০৭ সালে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী জোনাল ইনচার্জ (৭কোটি ৩০ লাখ,১ম বর্ষ) ও ডিসেম্বর ক্লোজিং প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক এবং ২০০৯ সালে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী সার্ভিস সেন্টার ইনচার্জ (২৫ কোটি টাকা ১ম বর্ষ) ও ডিসেম্বর ক্লোজিং প্রতিযোগিতায় স্বর্ণপদক এর এক অনন্য মাইলফলক স্পর্শ করেছিলেন।ফারইষ্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ এর সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগে।
জনাব আমিন ফারইষ্টে একক বীমায় দায়িত্ব পালন করে সার্বজনীন বীমায় ও সফলতা, সুনাম ও কৃতিত্ব এর সাথে দায়িত্ব পালন করেছিলেন।২০১২ সালে সার্বজনীন বীমায় 10 One…২০১৩ সালে বিদেশ ভ্রমণ এ্যাওয়ার্ড, ২০১৪ সালে জুন ক্লোজিং প্রতিযোগীতা ও ডিসেম্বর ক্লোজিং প্রতিযোগীতায় গোল্ড লাভ করেছিলেন।
তিনি বাংলাদেশ এর বীমা সেক্টরে একজন আদর্শ,সৎ ও মেধাবী সফল বীমা সংগঠক এবং বিভিন্ন বীমা কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৯ সাথে এসইভিপি ও সিলেট ডিভিশন ইনচার্জ হিসেবে মার্কেন্টাইল ইসলামী লাইফে ও ২০২০ ডিএমডি (প্রজেক্ট এর দায়িত্ব )হিসেবে জেনিথ ইসলামি লাইফে কাজ করেছিলেন.
বীমা পেশায় মানব সেবায় ও সমাজ গঠনে বিশেষ অবদান রাখার জন্য তিনি বিভিন্ন সামাজিক সংঠন থেকে এওয়ার্ড লাভ করেন।৪র্থ নিরাপদ এওয়্যার্ড বিশেষ করে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক কাজে জড়িত আছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি বিএ (অনার্স) এমএ ডিগ্রি লাভ করে বীমা শিল্পে মানব সেবার কাজে নিয়োজিত আছেন। ব্যাক্তি জীবনে তিনি লেখক, গবেষক ও কলামিস্ট এবং গণমাধ্যমকর্মী।ছাত্র জীবনে তিনি একজন সফল শিশুসংগঠক ও বিএনসিসি এর ক্যাডেট সার্জেন্ট ছিলেন। তিনি সৌদি আরব ও ভারত সফর করেন। তিনি সিলেট জেলায় জন্ম গ্রহণ করেন,পারিবারিক জীবনে বিবাহিত ও দুইজন সন্তানের জনক।বাংলাদেশের সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক লাইফ,,,, এনআরবি ইসলামিক লাইফের শুরু থেকে যোগদান করে সততার সাথে কাজ করে যাচ্ছেন। অবসর সময়ে তিনি কুরআন মাজিদ তিলাওয়াত ও বই পড়ে জ্ঞান লাভ করেন।এওয়্যার্ড অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।