কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের নতুন কমিটি গঠন
নূরুল মুত্তাকিন :: সিলেটের কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের ২০২৩-২৫ সেশনে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১১’ই সেপ্টেম্বর সোমবার লন্ডনের কফি কর্ণার রেষ্টুরেন্টে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদ্য সাবেক সভাপতি হারিস আলীর সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারন সম্পাদক এনামুল হকের পরিচালনায় এবং হাফিজ দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ২০২২-২০২৩ সেশনের ফিনান্সিয়াল রিপোর্ট পেশ কৱেন অর্থ সম্পাদক কামিল উদ্দিন। বিগত দুই বছরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আমিনুর রশীদ ও সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ এবং সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সাবেক সহসভাপতি মুজাহিদ আলীর নেতৃত্বে ২০২৩-২০২৫ সেশনের জন্যে নতুন কার্যকরি কমিটির নির্বাচন পরিচালিত হয়।
সভায় সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে মো: কামাল উদ্দিনকে সভাপতি ও আফজাল রশিদ সেলিমে সাধারণ সম্পাদক করে আগামী ২বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নিৰ্বাচিত কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি জাবেদ আহমেদ , সহসভাপতি মো: জাহির , যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদুল আলম আরশ , রুবেল আহমেদ ও মো: সোহেল রানা , কোষাধ্যক্ষ মো: কামিল উদ্দিন , সহকারী কোষাধ্যক্ষ মো: বেদন আহমেদ , সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ , সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন চৌধুরী সবুজ ও এডভোকেট জিয়াউর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: নূরুল মুত্তাকিন , সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরল হক শাহজামান , ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ আল ফারুকী ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ রশিদ , সমাজ কল্যাণ সম্পাদক আলী আহসান সিদ্দিকী , সহকারী সমাজ কল্যাণ সম্পাদক এমরান হুসেন , শিক্ষা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ ,মহিলা বিষয়ক সম্পাদক তায়্যেবা বেগম , সহ মহিলা সম্পাদক আসমা আক্তার , কার্যকরী সদস্য এনামুল হক ও ফায়সল আহমেদ
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফিজ আব্দুল মুবিন , কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের সদস্য আলিম উদ্দিন , নূর মোহাম্মদ দুদু, সুফেদ আহমেদ ,মো: জাকির হুসাইন ,আব্দুল কাদির , আনাস মিয়া ,আনোয়ার হোসাইন সাইফী , জুবায়ের আহমেদ , আরিফুল হক, আবু সায়িদ ,সাকিব আল হাদি, মুমিনুল ইসলাম প্রমুখ।
নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।