কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী রশিদ আহমদ মাঠ জরিপে জনপ্রিয়তায় শীর্ষে
নূরুল মুত্তাকিন ( নিজস্ব প্রতিবেদক )ঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল মনসুর মোঃ রশিদ আহমদ মাঠ জরিপে জনপ্রিয়তায় ভোটারদের কাছে শীর্ষে রয়েছেন এবং জনমনে আশা আলো
ঘোড়া মার্কার প্রার্থী রশিদ আহমদ এখন যেনো ভোটারদের কাছে ‘ (টপ লিডার)।সাধারন ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, রশিদ আহমদ একজন স্পষ্টবাদী , অতিসাধারণ জন দরদী ব্যক্তিত্ব ও ধার্মিক পরিবারের সন্তান হওয়ায় ভোটারদের মধ্যে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তার যোগ্যতা ও পারিবারিক গ্রহণযোগ্যতা এবং ভয়াবহ বন্যার সময় কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার্তদের মধ্যে ব্যক্তিগত তহবিল হতে ত্রান ও শীতবস্ত্র বিতরন এবং উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলে ভোটারদের প্রিয়পাত্র হয়ে উঠেছেন তিনি।
আলহামদুলিল্লাহ , প্রতিক্ষার অবসান ঘটতে চলছে। কোম্পানীগঞ্জ বাসী জেগেছে ,রশিদ ভাই যেদিকে যাচ্ছেন সেইদিকেই গণ-জোয়ার ছুটছে। কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর দলইর গাঁও থেকে শুরু করে গোটা কোম্পানীগঞ্জের সকল জায়গায় একক সাড়া পড়ছে
।শুধু দেশে নয় , প্রবাসে ও উপজেলার প্রবাসীদের মুখে মুখে রশিদ আহমদ ভাইয়ের জয়ধ্বনি উঠেছে। দেশ বিদেশে চতুর্থ দিকে বিজয়ের সুর ভাসছে। কোম্পানীগঞ্জ উপজেলাবাসী রশিদ আহমদ কে আপন করে নিয়েছে।
আগামী ২১’শে মে উপজেলা পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জ বাসী তাদের প্রিয় প্রার্থী রশিদ আহমদকে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে…. ইনশাআল্লাহ