বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাই : মোর্শেদ হাসান
মো: নূরুল মুত্তাকিন ঃবিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে।
শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. মোর্শেদ হাসান খান বলেন, আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে শিক্ষকরা অংশগ্রহণ করেন।
গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি : টুকু
ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
এ ছাড়া আরও ছিলেন অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমু