ফারহানের রুহের মাগফেরাত কামনায় কুরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:০১:২৪,অপরাহ্ন ০৯ জুলাই ২০২৪ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
Md Nurul Muttakin :: দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য মিনহাজুল আবেদীন ফারহানের রুহের মাগফেরাত কামনায় কুরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮’ই জুলাই ) দলইর গাঁও টাইটেল মাদরাসা মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ সময় বাদ যোহর ,দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদের আয়োজনে এ কুরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
এছাড়াও ফারহানের রুহের মাগফেরাত কামনায় মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে দলইর গাঁও মাদরাসায় ৩টি সিলিং ফ্যান সহ তাঁর স্মরণে মৃত্যু স্মরণিকা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মঙ্গলবার (৪’ই জুন )সৌদি আরবে কর্মরত অবস্থায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৭ ) মিনহাজুল আবেদীন ফারহান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।