পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল
Md Nurul Muttakin ::বৃহস্পতিবার (১৮ জুলাই) পুলিশের গুলি ও ছাত্রলীগ-যুবলীগের বর্বর হামলায় এখন পর্যন্ত ৪১ জন শিক্ষার্থীসহ প্রায় অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ শিক্ষার্থীর নামের তালিকা দ্য মিরর এশিয়ার হাতে এসেছে। যাদের মধ্যে নারী শিক্ষার্থী রয়েছেন তিনজন।
দ্য মিরর এশিয়ার হাতে আসা নিহতের তালিকায় দেখা গেছে, পুলিশের গুলিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনজন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পাঁচজন, ব্র্যাক ইউনিভার্সিটির একজন, বিইউএফটির একজন, শান্ত মরিয়ম ইউনিভার্সিটির একজন, আইইউটির একজন, এমআইএসটির একজন, নর্দান ইউনিভার্সিটির তিনজন, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির একজন, ইমপিরিয়াল কলেজের একজন, মাদারীপুর সরকারি কলেজের একজন, মাদারীপুর এরিয়ার স্কুল ছাত্র তিনজন, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের একজন, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের একজন, টঙ্গী কলেজের একজন, কুমিল্লা বিশ্বরোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাতজন, টাঙ্গাইলে দুজন, উত্তরা হাইস্কুলের দুজন, নারায়ণগঞ্জ মহিলা কলেজের একজন, বগুড়া আজিজুল হক কলেজের দুজন ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজনসহ মোট ৪১ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন থানার পুলিশ মনিটরিং সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।