দেশের পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে
নূরুল মুত্তাকিন :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষক-পেশাজীবি পরিষদের তহবিলে ৫১ হাজার ১৬৮ টাকা পাঠিয়েছে ” কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে” প্রবাসী এই সংগঠন। এসোসিয়েশনের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজল রশিদ সেলিমসহ সাবেক-বর্তমান সকল নেতৃবৃন্দের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ।
তাঁরা মনে করেন ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে তাদের এই সহযোগিতা ‘টনিক’ হিসেবে কাজ করবে।
তাঁরা আরও বলেন , ২০২২ সালের ভয়াবহ বন্যায় ডুবেছিল সিলেট অঞ্চল। ভিটে বাড়ি-সম্পদ হারিয়ে বিপন্ন হয়েছিল হাজারও পরিবার। তখনও এগিয়ে এসেছিল কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে। বন্যায় ক্ষতিগ্রস্ত কোম্পানীগঞ্জের বহু পরিবারকে বিছানাপত্র (লেপ, তোশক ও বালিশ) এবং এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়াও, ২০১০ সালে প্রতিষ্ঠিত প্রবাসী এই সংগঠন নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গরিব-দুস্থদের ভ্যান গাড়ি প্রদান, অসহায় ও প্রশিক্ষিত মহিলাদের সেলাই মেশিন বিতরণ, গরিব এলাকায় টিউবওয়েল স্থাপন, মেধাবী ও গরিব সন্তানদের বৃত্তি প্রদান, বন্যার্তদের ত্রাণ সহায়তা, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন খাদ্য সহায়তা দেওয়া ইত্যাদি তাদের উল্লেখ্যযোগ্য কর্মকাণ্ডের অংশ।
পরিশেষে তাঁরা কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র আগামীর সাফল্য কামনা করেন