ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন’র নতুন ওয়েবসাইট উন্মোচন
মো: নূরুল মুত্তাকিন ঃ ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন নতুন ওয়েবসাইট উন্মোচন করেছে কমিউনিটি অন্তর্ভুক্তি এবং ক্রীড়া উৎকর্ষতাকে উৎসাহিত করার জন্য ।
লন্ডন, যুক্তরাজ্য – ৩০ অক্টোবর ২০২৪ – ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিবিএসএ) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, www.bbassociation.org উন্মোচন করেছে। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংগঠনটির ক্রীড়ামুখী উদ্দেশ্য, কমিউনিটি ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বিবিএসএ’র প্রধান লক্ষ্যগুলো অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সামাজিক অন্তর্ভুক্তি, কমিউনিটি সম্পৃক্ততা, স্বাস্থ্য সচেতনতা ও কল্যাণ, রোল মডেল তৈরী, এবং বার্ষিক পুরস্কার যা অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দিতে কাজ করবে।
অনুষ্ঠানের সঞ্চালক, কমিউনিটি রিলেশন্স প্রধান মেঘনা মিনারা উদ্দিন, এবং হেড অফ অপারেশন্স আফজাল রশিদ সেলিম অতিথিদের স্বাগত জানান এবং সন্ধ্যার কার্যক্রম পরিচয় করিয়ে দেন। বিবিএসএ চেয়ারম্যান হাফিজুর রহমান তার মূল বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন কীভাবে নতুন ওয়েবসাইটটি বিবিএসএ’র উদ্যোগ এবং কমিউনিটি যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএসএ’র পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা – ফিলিপ র্যাডলি স্মিথ (সংগঠন সমন্বয়ক), মোঃ শামীম আহমেদ (মিডিয়া এবং ডিজিটাল কনটেন্ট প্রধান), হুমায়ুন রশিদ (প্রধান ইভেন্ট সমন্বয়ক), লাহিন আহমেদ (টিম ম্যানেজার), ওয়াহেদ আহমেদ (পুরস্কার কমিটির প্রধান), এবং মুকাম্মেল হক (স্পোর্টস প্রোগ্রাম এবং ট্যালেন্ট প্রধান)। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মারুফ আহমেদ ও ইয়ামিন হোসেন প্রমুখ।
বিবিএসএ’র উপদেষ্টা পরিষদে রয়েছেন সম্মানিত ব্যক্তিরা, যারা সংগঠনের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন শাহিদুল আলম, জামাল উদ্দিন, শেরওয়ান চৌধুরী, রোহেমা মিয়া, মিটু চৌধুরী, সিরাজ আলি বেম, সরোয়ার খান, কাউন্সিলর রীতা বেগম এবং শাহিদুল আলম, যারা বিবিএসএ’র লক্ষ্যসমূহ অর্জনে মূল্যবান দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন। তাদের দক্ষতা সংগঠনকে এগিয়ে নিতে এবং ব্রিটিশ বাংলাদেশি ক্রীড়া সাফল্যের প্রচার ও উদযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর সুলোক আহমদ, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, সাংবাদিক মুসলেহ উদ্দিনএবং সায়েম রহমান প্রমুখ।
ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিবিএসএ) সম্পর্কে:
বিবিএসএ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ক্রীড়ায় অংশগ্রহণকে উৎসাহিত করতে নিবেদিত, যার মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য সচেতনতা ও কল্যাণ, রোল মডেল তৈরী, এবং বার্ষিক পুরস্কার যা অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দিতে কাজ করবে। নতুন ওয়েবসাইটটি বিবিএসএ’র সকল কমিউনিটি সম্পৃক্ততা এবং ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিডিয়া যোগাযোগ:
ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন
ইমেইল: info@bbassociation.org