দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইমাম নুরুর রহমান
NURUL MUTTAKIN :: যতক্ষণে দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে বাসযোগ্য করে যাবো আমরা; দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার সদস,যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ইমাম নুরুর রহমান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখের ভরা একটি বছর ২০২৪।হারিয়ে গেছে মায়াময় পৃথিবী থেকে লক্ষ লক্ষ জীবন। কিন্তু অনাগত সম্ভাবনার সমুজ্জ্বল, তাকে আবাহন করার দিন আজ।
২০২৫ তুমি এসো হেদায়াতের বছর হয়ে !
২০২৫ তুমি এসো সাফল্যের বছর হয়ে !
২০২৫ তুমি এসো দোয়া কবুল এর বছর হয়ে !
২০২৫ তুমি এসো রহমত আর বরকত নিয়ে !
২০২৫ তুমি এসো সবরের ফলাফল নিয়ে !
২০২৫ তুমি এসো শ্রেয় রমজান নিয়ে !
২০২৫ তুমি এসো তুমি নাজাতের উসিলা নিয়ে!
২০২৫ তুমি এসো কষ্ট দুরীকরণের বাহক হয়ে !
২০২৫ তুমি এসো ইসলামী সমাজ ও কল্যাণের বার্তা নিয়ে !
২০২৫ তুমি এসো উম্মত মহাম্মদী সাঃ মুক্তির বার্তা হয়ে !
ইয়া রব ২০২৫ রহমত বরকতময় মাগফিরাত নাজাতের উসিলা হিসাবে কবুল কর ।
নতুন বছর যেন মুষ্টিমেয় ধনীর ভোগ বিলাসের সংকীর্ণ উল্লাসে অবসিত না হয়।দরিদ্র ও লাঞ্ছিত পীড়িত মানুষের নিষ্ফল বিলাপে যেন পৃথিবী বিষন্ন না হয়।এ থেকে সব মানুষ মুক্তি পেয়ে একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর পৃথিবী যেন গড়তে পারি এই হোক ইংরেজি নববর্ষের শুরুতে আমাদের সকলের শপথ।
আমিন
ইমাম মাওলানা এম. নুরুর রহমান
সেক্রেটারি:
শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে-
ইমাম ও খাতিব:
মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে
সত্যয়ান কারী চেয়ারম্যন:
নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে
ইসলাম বিভাগ প্রধান’
শীর্ষবিন্দু নিউজ
প্রিন্সিপাল:
আর রাহমান একাডেমি ইউ কে
পরিচালক:
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে
📞07476136772