এডভোকেট শাহজাহান চৌধুরীর সাথে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র মতবিনিময়
নূরুল মুত্তাকিন :: এডভোকেট শাহজাহান চৌধুরীর সাথে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সহকারী পি.পি. এডভোকেট শাহজাহান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে অবস্থান উপলক্ষে অদ্য বুধবার (২২’শে জানুয়ারি) লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট ক্যাফে লিডস্ এ কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিমের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ, সাবেক সভাপতি হারিস আলী, সহ-সভাপতি মোহাম্মাদ জহির, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এনামূল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল মুত্তাকিন, সমাজ কল্যাণ সম্পাদক আলী আহসান, এসোসিয়েশন ইউকের সদস্য আব্দুল কাদির, আনোয়ার হুসেন, পারভেজ হাসান, জুবায়ের আহমেদ, মুমিনুল ইসলাম, তানিম চৌধুরী, জাওয়াদ আহমেদ সহ আরো অনেকে।
এডভোকেট শাহজাহান চৌধুরীর বক্তব্যে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র কার্যক্রমকে এগিয়ে নেওয়ার এবং কোম্পানীগঞ্জের মানুষের জীবন মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।