আর- রহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে ৩৬তম টিউবওয়েল দান
নূরুল মুত্তাকিন :: মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে …… এই শ্লোগান দিয়ে তার কার্যক্রম দেশ হতে দেশান্তর নিরলস ভাবে গরিব দুঃখি মানুষের পাশে দাঁড়াচ্ছে ।
৫৫ হাজার মানুষ বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হচ্ছে। টিউবওয়েলের পানি সবচেয়ে বিশুদ্ধ পানি এর মধ্যে কোনো প্রকার রোগ জীবাণু থাকে না। জলাশয়ের পানি লবণাক্ত, এবং কোনো কোনো অঞ্চলের
টিউব ওয়েলের পানিতে আর্সেনিক নামক পদার্থ রয়েছে এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। শহর বন্দরে সরকারিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অন্য দিকে ইউনিয়ন পৌরসভা পৌর এলাকার জনসাধারণের জন্য সরকারিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা নেই। সেই জন্য ৬৮ হাজার গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর জন্য বিশুদ্ধ পানির এক চরম সংকট রয়েছে।
তারই ধারাবাহিকতায় আর রহমান এডুকেশন ট্রাস্ট ইউ কের উদ্যোগে ….
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মো: মাসুক মিয়া
গ্রাম : শ্রীপুর, ডাক: দোহালিয়া বাজার, উপজেলা : দোয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ এ
৩৬তম টিউবয়েল এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইসলাম উদ্দীন জসিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব জুলফিকার আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী ও সালিশ ব্যক্তিত্ব জনাব আসমত আলী, হরমুজ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আর রহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর উলামা বিভাগের সদস্য জনাব ইমদাদুল হক যুবায়ের। উদ্বোধন অনুষ্ঠানে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার এক জাক কুরআনের পাখি শিক্ষার্থী শিশু কিশোর এর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল।
আলহামদুলিল্লাহ, এবারে আমাদের টিবওয়েল প্রজেক্ট কার্যক্রম এ অর্থায়ন করে সহযোগিতা করেছেন
বৃটেনের লুটনের মিসঃ সামি ইয়াসির, মোহাম্মদ জায়েদ গারবি নামের দুইজন মহান ব্যক্তি সদকায়ে জারিয়া হিসাবে টিউবয়েল দান করে দারিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন তারা।
আল্লাহ যেন তাদের নেক হায়াত পরিবারিক জীবন কে আলোকিত করেন ।
আমিন ……..