কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের ‘২০২৫-২৭’ সেশনের নতুন কমিটি গঠন
Nurul Muttakin::কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের ‘২০২৫-২৭’ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকল্য সোমবার (৮’ই ডিসেম্বর) লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হলরুমে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজাল রশীদ সেলিমের পরিচালনায় এবং জওহর আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত হাফিজুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এসোসিয়েশনের সভাপতি এম কামাল উদ্দিনের মাধ্যমে একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় ।
২০২৪-২৫ অর্থবছরের ফিনান্সিয়াল রিপোর্ট পেশ কৱেন সহ-অর্থ সম্পাদক বেদন আহমদ। সংশোধিত সংবিধান স্বাক্ষর শেষে সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আমিনুর রশীদ, সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ এবং সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ‘২০২৫-২৭’ সেশনের জন্যে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালিত হয়।
সভায় সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে মো: কামাল উদ্দিন সভাপতি ও আফজাল রশিদ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন । আগামী ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নব নিৰ্বাচিত অন্য সদস্যবৃন্দ হলেন; সহ-সভাপতি আব্দুল আহাদ জাহির, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম আরশ, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা, সহকারী কোষাধ্যক্ষ বেদন আহমেদ, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ নাসিমুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, গণমাধ্যম ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল মোত্তাকিন, ডিজিটাল এবং আইটি বিষয়ক সম্পাদক নুরুল হক শাহজামান, ফান্ডরাইজিং সম্পাদক মোহাম্মাদ আলী, সংস্কৃতি ও অনুষ্ঠান সমন্বয়ক ফরহাদ মিয়া, কমিউনিটি রিলেশনস সমন্বয়ক আনোয়ার হোসাইন সবুজ, ক্রীড়া সমন্বয়ক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রজেক্ট সমন্বয়ক মোঃ দিলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম, স্বাস্থ্য সেবা সমন্বয়ক আব্দুল কাদির, যুব ও স্বেচ্ছাসেবী সমন্বয়ক ইমরান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, সিনিয়র সিটিজেন বিষয়ক সমন্বয়ক হোসেইন মোহাম্মাদ আলী আহসান সিদ্দিকী, জরুরী ত্রাণ সমন্বয়ক মোঃ তামিদ জাওয়াদ, সাধারণ সদস্য রুবেন আহমদ, সাধারণ সদস্য লাহিন আহমদ ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ, সাবেক সভাপতি হারিছ আলী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মোজাহিদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ।
এছাড়াও এসোসিয়েশনের সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ দুদু, আনোয়ার সাইফি, ইফতেখার মাহমুদ মাসুম, জাফরুল ইসলাম, আশরাফ হিমেল, আফজাল হোসেন, নাবিলুজ্জামান, সালেহ আহমেদ রানা, হাফিজুর রাহমান প্রমুখ ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র অগ্রযাত্রাকে আরও গতিশীল করার মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


