কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র রিভার অ্যাডভেঞ্চার ফেস্ট সম্পন্ন
NURUL MUTTAKIN:: যুক্তরাজ্যে অবস্থানরত কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত্তর সামাজিক সংগঠন “কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউ কে” এর ‘রিভার অ্যাডভেঞ্চার ফেস্ট -২০২৩’ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে । ২ অক্টোবর, সোমবার দুপুর ১২ টায় নৌপথে রিভার ক্রুজ এ গ্রীনিচ থেকে যাত্রা শুরু করে ওয়েস্টমিনিস্টার পর্যন্ত লন্ডন শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করা হয়। রিভার ক্রুজ এ চড়ে থেমস্ নদীর দুই তীরের নয়নাভিরাম দৃশ্য এবং স্থাপনাগুলো অবলোকন করা সত্যিই এক মনোমুগ্ধকর ব্যাপার এবং অনুভুতি যা ভ্রমনপিপাসু মনকে আন্দোলিত করে, চোখকে তৃপ্ত করে, হৃদয়ে প্রশান্তি আনে ।
থেমস্ ভ্রমন শেষে সবাই গ্রীনিচ এ অবস্থিত ‘ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম’ এবং ‘রয়্যাল অবজারভেটরি’ পর্যবেক্ষণ করেন । এটি ভৌগলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে রয়েছে ‘জিরো ডিগ্রী দ্রাগিমা রেখা’ এবং ‘গ্রীনিচ মান মন্দির’ যেখান থেকে আন্তর্জাতিক সময় (প্রমান সময়) গণনা করা হয় ।
দিনব্যাপি এ আয়োজন শেষে অংশগ্রহনকারী সবাই তাদের অনুভুতি প্রকাশ করেন এবং এ চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । এসোসিয়েশন এর সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং সাধারন সম্পাদক আফজাল রশীদ সেলিম সবাইকে এ আয়োজনে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং সেই সাথে সবার সহযোগীতা, অনুপ্রেরনা এবং অংশগ্রহনে এ ধরনের আরও ভালো ভালো প্রোগ্রাম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন ।