টাওয়ার হ্যামলেটের স্পিকারের সাথে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মতবিনিময়
NURUL MUTTAKIN:: লন্ডনের বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রাণকেন্দ্র ‘টাওয়ার হ্যামলেট’ এর স্পিকার জাহিদ চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ‘এনবিসি ইউকে’র নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্পিকারের হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের কাউন্সিল ও স্পিটালফিল্ডস এবং বাংলাটাউনের জন্য পরিবেশ ও জলবায়ু ইমার্জেন্সি কাউন্সিলর মন্ত্রিপরিষদের সদস্য কবির হোসেন ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উপদেষ্টা ও কমিউনিটির অন্যতম নেতা আবদুল্লাহ আল মুনিম।
উক্ত সভায় সমৃদ্ধ টাওয়ার হ্যামলেট গড়তে ‘নিরাপদ টাওয়ার হ্যামলেট চাই’ নামক একটি সংগঠন গঠনের ব্যাপারে তোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় টাওয়ার হ্যামলেটের স্পিকার জাহিদ চৌধুরী বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের জীবন মান উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করছি। বলেন বিশেষ করে টাওয়ার হ্যামলেটের বাসিন্দাদের জন্য নতুন গৃহনির্মাণ, শিক্ষা খাতে বরাদ্দ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে। কাউন্সিলর মন্ত্রিপরিষদের সদস্য কবির হোসেন বলেন, টাওয়ার হ্যামলেটে এর ভারসাম্য পরিবেশ বজায় রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন টাওয়ার হ্যামলেট গড়ার লক্ষ্যে আমরা ২৪ ঘন্টা সকল ধরনের সার্ভিস চালু রেখেছি। আমরা মানুষের সেবক হিসেবে থাকতে চাই।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সহ সভাপতি মোঃ আসয়াদুল হক, মো: তরিকুল ইসলাম, সেক্রেটারী তাহমিদ হোসেন খান, সহ সেক্রেটারী আরিফ আহমদ, ইউসুফ আল আজাদ, মো: শাহাব উদদীন, রফিক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর, সহকারী প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, রজনু আহমদ, ছাদি আহমদ চৌধুরী, মো: হেলাল উদ্দীন, মো: মাহবুব হোসাইন, জাবের হোসাইন, জামাল উদ্দিন আহমেদ, ফয়জুল হক, মোঃ মাববুবুর রহমান, মোঃ বাবুল খান মিলন, তানভীর হোসেন, সামছুল আলম জাবেদ, মোঃ জিল্লুর রহমান সাইমুন, মোঃ ফরহাদ হোসাইন, মো: আশরাফুল আলম, রাহেল আহমেদ, মো গিয়াস উদ্দিন সোহাগ, খলিলুর রহমান, আবদুল হামিদ শিমুল, আব্দুল মুকিত, ওমর শরিফ বাবুল, মনজুর আহমেদ ও মোহাম্মদ মাজেদ হোসেন প্রমূখ।