দাওয়াতুল ইসলাম ইউ কে এন্ড আয়ার বার্মিংহাম এর এস্টন শাখা গঠিত
Md Nurul Muttakin:: অদ্য ২৫শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব বার্মিংহাম ভিক্টোরিয়া রোডে মসজিদে নূরে অনুষ্ঠিত হয় দাওয়াতুল ইসলাম ইউ কে এন্ড আয়ার এস্টন শাখার এক সাধারণ সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের সাবেক আমির আল্লামা হাফেজ মাওলানা আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারিস্টার আব্দুল্লাহ রফিক, হাফেজ কামাল উদ্দিন দাওয়াতুল ইসলাম লুটনের সভাপতি মইনুল ইসলাম ইলিয়াসি সেক্রেটারি আব্দুল করিম জলিল প্রমুখ। সভায় মাওলানা ফখর উদ্দিন সাহেব কে সভাপতি এবং জামাল আহমদ রেজা কে সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করে ২০২৬- ২০২৭ শেষনের জন্য কমিটি ঘোষণা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব সিরাজ উদ্দিন, সিরাজ আলী, আনহারুজ্জামান, মাওলানা দেলোওয়ার হোসাইন, মতিউর রহমান , হাবিবুর রহমান, নিজাম উদ্দিন দুদন, কলিমউল্লাহ, আলাউর চৌধুরী ও আমির হোসেন প্রমুখ।
সভাপতির শপথ পাঠ করান নায়েবে আমির মাওলানা আব্দুল মুকিত।



