বার্মিংহামের মসজিদে নূরে তাফসীর মাহফিল সম্পন্ন
Nurul Muttakin:গত ২৫শে ডিসেম্বর ২০২৫ইং তারিখে বার্মিংহামের মসজিদে নূরে এক তাফসীর মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ওয়ৈলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি জনাব সিরাজ উদ্দিন আহমদ। সোসাইটির সেক্রেটারি জনাব জামাল আহমদ রেজার সঞ্চালনায় ও মাওলানা আনহারুজ্জানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম ইউ কে এন্ড আয়ারের সাবেক আমির আলহাজ্জ হাফেজ মাওলানা আবু সাঈদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। এ ছাড়া আলোচনা পেশ করেন শাহীদ উল্লাহ আজহারি, মাওলানা জামাল খান, মাওলানা দেলোওয়ার হোসাইন প্রমুখ।
তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে উপস্থিত হন অত্র এলাকার এম পি জনাব আইয়ুব খান ও স্থানীয় কাউন্সিলর সহ কমিউনিটির নেতৃবৃন্দ।



