বিয়ানীবাজারে কলেজ রোডের নতুন নাম ‘প্রমথ নাথ দাস রোড’
বিয়ানীবাজার সংবাদদাতা:: বিয়ানীবাজার পৌরশহরের প্রমথ নাথ দাস সড়কের উদ্বোধন ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
গতকাল শনিবার সকালে তিনি পূর্বেকার কলেজ রোড মোড়ে স্থাপিত প্রমথ নাথ দাস সড়কের নামকরণ ফলকের মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের শিকদার, পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, কাউন্সিলর সাহাব উদ্দিন, মিছবাহ উদ্দিন, কাইয়ুম আহমদ, এমাদ আহমদ, আব্দুর রহমান আফজল প্রমুখ।
এর আগে পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
পৌরসভা সূত্রে জানা যায়, প্রধান সড়ক মোড় থেকে প্রমথ নাথ দাস সড়কের সাড়ে ৪শ’ মিটার পর্যন্ত ৬ ইঞ্চি আরসিসি ঢালাই এবং সড়কের উভয় পাশে সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন নির্মাণ করা হবে।