হাফিজ নূর আহমেদ অসুস্থ , দোয়ার আবেদন
প্রকাশিত হয়েছে : ১১:০০:৩৫,অপরাহ্ন ১৭ জুলাই ২০২৩ | সংবাদটি ১৩৯৬ বার পঠিত
NURUL MUTTAKIN :: দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ,ইউনাইটেড আরব আমিরাতের রাসুল কিমা আর’মি ক্যান্টমেন্ট জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ নূর আহমেদ শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে বাংলাদেশে আছেন।
অত্যন্ত নম্র ভদ্র সদা হাস্যোজ্জল মানুষ – হাফিজ মোহাম্মদ নূর আহমেদ এর সুস্থতার জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে!
দোয়া করি মহান আল্লাহ যেন, হাফিজ মোহাম্মদ নূর আহমদ কে নেক হায়াত সহ দ্রুত সুস্থতা দান করেন…… আমিন