সৌদি আরবে দুর্ঘটনায় ফারহান গুরুতর আহত , দোয়ার আবেদন
প্রকাশিত হয়েছে : ৪:২৭:০৯,অপরাহ্ন ০৩ জুন ২০২৪ | সংবাদটি ৪৩৯ বার পঠিত
নূরুল মুত্তাকিন :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইর গাঁও গ্রামের মরহুম আব্দুল মানিক সাহেবের মেজো ছেলে মিনহাজুল আবেদীন ফারহান সৌদি আরব কাজের সাইটে পায়ের মধ্যে এক্সিডেন্ট হয়ে অসুস্থ অবস্থায় তাকে জুবাইল জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে তার ব্লাড প্রেসার ও সুগার বেড়ে যাওয়াতে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে রেফার করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর
অত্যন্ত নম্র ভদ্র ,পরোপকারী ,সদা হাস্যোজ্জল দলইর গাঁও ছাত্র পরিষদের সাবেক প্রচার সম্পাদক ফারহানের সুস্থতার জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে।
দোয়া করি মহান আল্লাহ তায়া’লা যেন, আমার প্রিয় বন্ধু কে সুস্থতা দান করেন…… আমিন