ফারহানের অকাল মৃত্যুতে দলইর গাঁও ছাত্র পরিষদ সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৪:০৬:৩৮,অপরাহ্ন ০৪ জুন ২০২৪ | সংবাদটি ২৫৮ বার পঠিত
দলইর গাঁও নিউজ ডেস্ক :: দলইর গাঁও ছাত্র পরিষদের সাবেক প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন ফারহানের অকাল মৃত্যুতে দলইর গাঁও ছাত্র পরিষদ নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ছাত্র পরিষদ, খাদিমুল কোরআন পরিষদ দলইর গাঁও , দলইর গাঁও প্রবাসী মানব কল্যাণ পরিষদ , দলইর গাঁও একতা সমাজ কল্যাণ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (৪’ই জুন )সৌদি আরবে কর্মরত অবস্থায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৭ ) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।